খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম,শনিবার,২০ জানুয়ারী ২০১৮: নরসিংদীর মাধবদীতে শো-রুম চালুর এক মাস না পেরুতেই জনপ্রিয় মিষ্টি বিক্রেতা কোম্পানি ফুলকলির বিরুদ্ধে বাসি-পঁচা মিষ্টি ও অন্যান্য খাবার বিক্রির অভিযোগ উঠেছে। এব্যপারে গ্রাহকদেরকে সতর্ক করার লক্ষে ভুক্তভোগী এক গ্রাহকের পোস্টে ফেসবুক জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। ১৯ জানুয়ারী রাত ১১টায় Narsingdi Shohor নামে একটি পেইজে ক্রেতার ছবিসহ
দুটি ভিডিও পোস্ট করা হয় তাতে নিচে লেখা আছে-
তা হলো: “আপনারা যারা নরসিংদী মাধবদী বাড়ি, অথবা মাধবদী কোনো দাওয়াত, বেড়ানোতে গেলে অনেকেই সাথে মিষ্টি নিয়ে যান।হ্যা স্বাভাবিক খালি যায় নাকি এখনকার দিনে। যাই হোক কাজের কথায় আসি, ফুলকলি মিষ্টির দোকানটা তো চিনেনই। তারা প্রতিনিয়তই মানুষকে ঠকাচ্ছে। এত ভালো নামীদামী দোকানে ক্রেতাদের ভিড় থাকেই। প্রায় সময় অনেকেই বিশ্বাস টাও করতে পারে না, কারণ অনেকেই ভাবতে পারেন ধুর মিয়া এত ভালো দোকানে পচা জিনিস দিবে নাকি। হ্যা ভাই দিয়েই থাকে। এটা এক ভাইয়ের তর্ক রাগারাগিতেই বুঝা যাচ্ছে। তাছাড়া মিষ্টির বাক্সটাইতো অনেক ওজন খেয়ে ফেলে। অতএব ফুলকলি থেকে মিষ্টি কেনার আগে সাবধানে। আগে টেস্ট করে দেখে শুনে কিনবেন।”