নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার, ১২ জানুয়ারী ২০১৮: মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বৃহস্পতিবার গভীর রাতে তিন দফা ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬, ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২। এই আঘাতে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১টার সময়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর এর কেন্দ্র ছিল ইয়াঙ্গুন থেকে ১৭২ কিলোমিটার এর ২০ মিনিটের মধ্যে ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট