রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

মুন্সীগঞ্জ,,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার,১৯ ডিসেম্বর ২০১৭: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৭৭০ টাকাসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার দিবাগত রাত ১ টার দিকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।
এ ব্যাপারে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, মা-ছেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা হবে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন- হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকার শিল্পী বেগম (৫৫) ও তার ছেলে মো. বিপ্লব (২৪)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ