নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
ডাকসুর হল সংসদ নির্বাচনে মুহসিন হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের শহিদুল হক শিশির এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিজান।
শহিদুল হক শিশির ৭৬০ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।
অন্যদিকে, মেহেদী হাসান মিজান ৬২১ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন।
সোমবার (১১ মার্চ) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে হলটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা এই ফল ঘোষণা করেন।
এদিকে, সকাল থেকে শুরু হওয়া ডাকসু নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন।