মেহেরপুর,বর্তমানকণ্ঠ ডটকম ,সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭: : মেহেরপুর শহরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিশুবাগান পাড়ার নিজ বাড়ির পাশে তাকে হত্যা করা হয়। নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩৭)। তার বাবার নাম মুক্তিযোদ্ধা ওমর আলী।
পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে হত্যা ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত রাজ্জাক পাসপোর্ট অফিসে দালাল হিসেবে কাজ করতেন। সন্ধ্যার পর কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে কুপিয়ে হত্যা করে চলে যায় তারা।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যা হতে পারে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।