শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

মোদীর জয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
শুক্রবার, ২৪ মে, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকন্ঠ ডটকম:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়ের দিনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে প্রতিবেশি দেশ পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদ প্রস্তুত জানিয়ে বার্তা দিয়েছে পাকিস্তান।

পারমাণবিক অস্ত্রধারী দুই বৈরী প্রতিবেশির দীর্ঘদিনের উত্তেজনার মাঝে ভারতের নির্বাচনী ফল ঘোষণার দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে শান্তি আলোচনায় বসার ইঙ্গিত দিলো ইসলামাবাদ।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ভারতকে সম্ভাব্য সতর্ক বার্তা দিয়ে পাকিস্তান ঘোষণা দিয়েছে যে, তারা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য শাহিন-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। গতানুগতিক ধাঁচের পারমাণবিক অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে।

পাকিস্তান সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এক বিবৃতি প্রকাশ করেছে। এতে প্রতিবেশি ভারতের নাম উল্লেখ না করে বলা হয়েছে, শাহিন-২ উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র; যা এই অঞ্চলের দৃঢ় স্থিতিশীলতার রক্ষার জন্য পাকিস্তানের কৌশলগত চাহিদার সবকিছুই পূরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ