জোহরুল ইসলাম জোহির, বর্তমানকন্ঠ ডটকম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ব্র্যাক কর্মীর মৃত্যু হয়েছে।নিহত ব্র্যাক কর্মী নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার, মাতাজির হাট গ্রামের সবদার আলীর ছেলে কাইছার (৩০) বলে জানা গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় নাচোল ব্র্যাক অফিসের কর্মী কাইছার(৩০) মোবাইল ফোনে বাসায় কথা বলতে বলতে মারা যায়। মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য না পেলেও সহকর্মীরা জানান স্টোক করে এ মৃত্যুর কারন হতে পারে বলে তারা ধারনা করছেন। ঘটনার পর ব্র্যাক অফিসের সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে নাচোল থানার ওসি সেলিম রেজা জানান, মৃত ব্র্যাক কর্মী কাইছার হার্ট এ্যাটাকে মৃত্যুবরন করেছেন বলে তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সুলতানা পাপিয়া নিশ্চিত করেন।