নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম:
রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী হাউজিং বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। বস্তিটিতে দুই শতাধিক ঘরের মধ্যে প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে দশটার পরে বস্তির একটি ছাগলের খামার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। এক ঘণ্টারও বেশি চেষ্টার পর রাত পৌনে বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, নবোদয় হাউজিং এলাকার ৬ নম্বর সড়কের বিপরীতে শ্যামলী হাউজিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের খবর দেওয়া হলে আমরা পাঁচটি ইউনিট পাঠাই। পরে এক ঘণ্টারও বেশি চেষ্টার পর রাত পৌনে বারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।