ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের কাশিগঞ্জ পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক রফিকুল ইসলাম (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর সারে ১২ টার দিকে এ দূঘর্টনা ঘটে। নিহত রফিকুল তারাকান্দা উপজেলার সাধুপাড়া (চেয়ারম্যান বাড়ী) গ্রামের ফজলু মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায় ঘটনার সময় রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কাশিগঞ্জ বাজারের দিকে আসার সময় কাশিগঞ্জ পেট্রোল পাম্পের সমানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২৪-৩২৯০) এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম নিহত হয়। দূর্ঘটনার পর থেকে উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ করছে।
তবে এ রির্পোট পাঠানো পর্যন্ত উত্তেজিত জনতা ময়মনসিংহ নেত্রকোণা মহাসড়ক অবরোধ করে রেখেছে।