রংপুর,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে সারা দেশের ন্যায় রংপুর মহানগরীরসহ জেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত পুলিশী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৪১ নেতাকর্মীসহ মোট ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন রংপুর পুলিশ কন্ট্রোল রুম ইনচার্জ শরিফুল ইসলাম।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মারুফ হোসেন জানান, রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।