1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

রাশিয়ার আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান

বর্তমানকণ্ঠ ডটকম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
রাশিয়ার আকাশসীমায় মার্কিন বিমানবাহিনীর একটি পর্যবেক্ষণকারী বিমান টহল দিয়েছে।

রাশিয়ার ‘কমসোমলোস্ক-অন- আমুর’ এলাকার আকাশে বুধবার সকালে মার্কিন বিমানটি নজরদারি করে। খবর রুশ বার্তা সংস্থা স্পুৎনিকের।

ভূপৃষ্ঠ থেকে ১০.৭ কিলোমিটার উচ্চতায় মার্কিন ‘বোয়িং ওসি-১৩৫বি’ বিমানটি টহল দিচ্ছিল বলে রাশিয়ার দাবি।

ইউরোপীয় দেশগুলো ১৯৯২ সালে উন্মুক্ত আকাশবিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে যাতে পরের বছর যুক্তরাষ্ট্রও যোগ দেয়। ওই চুক্তির আওতায় মার্কিন সামরিক বিমানটি রাশিয়ার আকাশসীমা লংঘন করেছে বলে জানানো হয়েছে।

নরওয়ে থেকে উড্ডয়ন করে মার্কিন বিমানটি রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে। একই সময়ে রাশিয়ার পর্যবেক্ষণকারী সামরিক বিমান বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবার্গের আকাশসীমায়ও প্রবেশ করেছে।

১৯৯২ সালের ২৪ মার্চ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উন্মুক্ত আকাশবিষয়ক চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো পরস্পরের আকাশসীমায় নিরস্ত্র পর্যবেক্ষণ চালাতে এ চুক্তি করে।
যুক্তরাষ্ট্র ১৯৯৩ সালে এবং রাশিয়া ২০০১ সালে ওই চুক্তির অন্তর্ভুক্ত হয়। বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও ওশেনিয়ার প্রায় ৫০টি দেশ এ চুক্তির অন্তর্ভুক্ত।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By
Theme Customized BY WooHostBD