নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম বলেছেন, রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা লাভজনক করতে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। শিল্পকারখানায় বিদ্যমান কাঁচামাল, মেশিনারি সম্পদসহ সকল কিছুর দক্ষ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। এর মাধ্যমে শিল্পখাতে প্রবৃদ্ধি বাড়বে এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়ন সম্ভব হবে। তিনি রাষ্ট্রায়ত্ত শিল্পখাতে অগ্রগতির চলমান ধারা গতিশীল করতে প্রতিদিন নিজেদের কাজে একটু হলেও গুণগত পরিবর্তন আনার তাগিদ দেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত শিল্প সচিব আবদুল হালিম এতে প্রধান অতিথি ছিলেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব দাবিরুল ইসলাম। এতে অন্যদের মধ্যে বিসিআইসির চেয়ারম্যান শাহ্ মো. আমিনুল হক বক্তব্য রাখেন।