নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী ২০১৮: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘রায়কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নগরবাসীকে আশ্বস্ত করে বলতে চাই- আতঙ্কগ্রস্ত হবার কোনো কারণ নেই। পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত।’
কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাকে কঠরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেন কমিশনার ।
তিনি আরো বলেন, ‘আদালতের ভেতরে নিরাপত্তায় শুধু মামলার সংশ্লিষ্ট উকিল থাকবেন। এছাড়া ছাড়া অন্য কেউ গাউন পরে আসলেও তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হবে না।’