সাংবাদিক রোজিনা ইসলামের জামিন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল ও ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ এক বিবৃতিতে এ সন্তোষ প্রকাশ করেন। তারা রোজিনার জামিন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ জানান।
নেতৃদ্বয় রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
আশা করেন, ভবিষ্যতে কেউ এভাবে কোন সাংবাদিকের সাথে এই আচরণ করবেন না। তারা বলেন, এই ঘটনায় কার কতটা ভুমিকা ছিল তা জানতে একটি তদন্ত হওয়া প্রয়োজন।
নেতৃদ্বয় রোজিনা ইসলামের মুক্তির আন্দোলনে বিএফইউজে’র আহবানে বাংলাদেশের সকল ইউনিয়ন, প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনসমূহের সক্রিয় ভুমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।
তারা বলেন, রোজিনা ইসলামকে আটকের ইস্যুকে ঘিরে যারা বিশেষ পরিস্থিতি তৈরি করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখেছিল, রোজিনার জামিনের মধ্য দিয়ে তাদের অশুভ তৎপরতা ব্যর্থ হলো।