বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

লীডস পিজ্জার তৃতীয় শাখা লিসবনে

বর্তমানকণ্ঠ ডটকম / ৩ পাঠক
বুধবার, ৬ মার্চ, ২০১৯

রনি মোহাম্মদ, বর্তমানকন্ঠ ডটকম, লিসবন,পর্তুগাল : স্বাস্থ্য সম্মত খাবারের প্রতিশ্রুতি এবং উন্নত পরিবেশের নিশ্চয়তা দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনের ব্যস্ততম বেনফিকায় ইংল্যান্ডের লীডস এ্যালায়েন্স (বিডি) লিমিটেডের ফুড সেক্টর লীডস পিজ্জার তৃতীয় শাখার উদ্বোধন হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১১.৩০মিনিটে ফিতা কেটে লীডস পিজ্জার তৃতীয় শাখাটি উদ্বোধন করেন পর্তুগালের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাস লিসবনের প্রথম সচিব মোঃ হাসান আব্দুল্লাহ তৌহিদ, উপস্থিত ছিলেন লীডস এ্যালায়েন্স (বিডি) লিমিটেডের চেয়ারম্যান আনোয়ারুল আম্বিয়ার, হেড অব ফিন্যান্স মামুনুর রশীদ সহ লীডস এ্যালায়েন্স (বিডি) পর্তুগালের কর্মরত তারেক আহমেদ রাজু, জাকেরীন মজুমদার, আব্দুল কুদ্দুছ মারুফ, সুমন আহমেদ, রেদুয়ান আহমেদ সেলিম প্রমুখ।

লীডস পিজ্জার তৃতীয় শাখার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্যে বলেন, লীডস পিজ্জা বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করবে। দুই বছরের মধ্যে তারা তিনটি শোরুম চালু করেছে যা প্রবাসের মাঝে আমাদর তরুণ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শামীম, জমির, সেলিম, ইয়ারা, তামারা, লিলিয়ানী, মিগেল, জামিল, মসুদ, জুবের, ইয়ান, জন, নাসির, কাদির, রাজু প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ