লৌকিক স্বপ্ন
শাহজাহান চঞ্চল
ব্যালকনীতে নিঃসাড় চোখ দুটি
ঝুলিয়ে রেখেছি;
যদি কোন দূত এমন সুসংবাদ নিয়ে আসে পৃথিবী সুস্থ হয়ে গেছে।
চেয়ে দেখো দলবেঁধে মানুষ যাচ্ছে উপাসনালয়ের দিকে,
ফুলের শরীর ছুঁয়ে দিচ্ছে আরেক ফুল।
মানুষের নিঃশ্বাসে এখন আর দূরত্ব রাখার দরকার নেই !
এই দেখো হাসি ফিরে এসেছে;
এই হলো বিশ্বাস,
এই দেখো প্রেম।
এই দেখো পথ হাঁটছে কবি,
কবিতার খেরোখাতা হাতে।
ঝিলিক দিচ্ছে রোদ,
পাখিরা গান ধরেছে আনন্দে,
শুদ্ধ হয়ে গেছে পৃথিবী !
সুষম বণ্টনের অঙ্গীকারে
স্বাক্ষর করেছে সকল ভূপতি!
পৃথিবীর সব বিভেদ, সব সীমারেখা মুছে গিয়ে মানুষের জন্য হবে একটিই পৃথিবী।
চোখ চোখের জায়গাতেই ফিরিয়ে নাও !
এই নাও সোনারকাঠি
স্বপ্নের নীলদিঘি বানিয়ে নাও তোমার শুকনো চোখে।
রচনাকালঃ একত্রিশ মার্চ, দুই হাজার কুড়ি।
রিয়াদ, সৌদিআরব।