শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । ১৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুখেন মজুমদারের সঞ্চালনায় মধুখালী বাজারে রায় ফার্মেসী ভবনের ২য় তলায় আসন্ন শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্র নাথ বসু, মনোজ সাহা,যুগ্ম সাধারন সম্পাদক রাম কোমল সাহা, সাংগঠনিক সম্পাদক রাধা রানী ভৌমিক, অর্থ সম্পাদক নির্মল কুমার সরকার,মধুখালী পৌর সভাপতি সঞ্জিব কুমার রায়সহ প্রমুখ ।
পৌরসভাসহ ১১ টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারন সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।