নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম:
জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া সংলাপের প্রস্তাবে সাড়া দিয়েছে মহাজোট। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) গণভবনে বসবে আলোচিত এই সংলাপ। মঙ্গলবার (৩০ অক্টোবর) সংলাপে অংশ নিতে ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে ১৬ সদস্যের প্রতিনিধিদলের নাম পাঠিয়েছেন। এবার মহোজোট সংলাপে অংশ নিতে যাওয়া তাদের নেতাদের নাম প্রকাশ করলো।
মহাজোটের পক্ষে সংলাপে নেতৃত্ব দিবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ড. কামাল হোসেনের নেতৃত্বে অংশ নিবে।
বুধবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তালিকার কথা নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষে সংলাপে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
শরীক দলগুলো থেকে থাকবেন দিলীপ বড়ুয়া , রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মঈনুদ্দিন খান বাদল।