‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুই বছর কারাদণ্ডপ্রাপ্ত রাহুল গান্ধী সংসদ সদস্য পদ হারালেন। শুক্রবার (২৪ মার্চ) দেশটির সংবিধান অনুযায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা তার পার্লামেন্ট সদস্য পদ বাতিল করেন। লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ওই আসনে এখন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা দিতে পারবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
কেরালার ওয়েনাদ থেকে নির্বাচিত রাহুল গান্ধী ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির পদবির মিল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদি হয় কী করে?’ এই মন্তব্যের জেরে বিজেপির বিধায়ক এবং গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের একটি আদালত।
সাজাপ্রাপ্ত হওয়ায় ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। আইন অনুযায়ী, এখন তিনি অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না।
এদিকে রাহুলের লোকসভার পদ শূন্য ঘোষণাকে সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শীর্ষ ধনী বনে যাওয়া শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কের ব্যাপারে রাহুল যৌথ পার্লামেন্টারি তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তাকে নিশ্চুপ রাখতেই বিজেপে এই পথে হেঁটেছে।