বাগেরহাটে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার (১৯ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া জেলেরা শরণখোলার বাসিন্দা।
কমান্ডার মুনতাসির বলেন, ‘গত বৃহস্পতিবার বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে একটি ফিসিংবোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন ধরে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।’
রবিবার সকাল ৭টার দিকে আউটপোস্ট কচিখালী কোস্টগার্ডের নিয়মিত টহল চলাকালে বেলা ১১টায় টহলদল কটকাসংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিংবোট ভাসতে দেখে। পরে তারা বোটটির কাছাকাছি পৌঁছলে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করেন। পরে চার জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।