রাজধানীর জুরাইন বালুর মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে বিজয় টিভির সিটি রিপোর্টার তোফায়েল হোসেন টুটুলের ওপর হামলা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন তিনি। সাংবাদিক তোফায়েল হোসেন টুটুল জানান, আজকে দুপুর জুরাইনের বালুর মাঠ এলাকায় আমি সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতারক ও ভূমিদস্যু রোমানের পালিত সন্ত্রাসীরা আমার ওপরে হামলা করে। ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরে শ্যামপুর থানার পুলিশ এসে আমাকে উদ্ধার করে। নিজের নিরাপত্তার জন্য আমি শ্যামপুর মডেল থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছি। জিডি নং- ৯৫৭।