ডেস্ক রিপোর্ট:
এবারের বইমেলায় এসেছে লেখক সাইফুর রহমান তপনের আলোচিত বই ‘গণতন্ত্র বনাম সুশীলতন্ত্র’। বইয়ে দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। বিবিপিএল প্রকাশনীর বইটি মেলার ৭১ নং স্টলে পাওয়া যাচ্ছে।
এই বই ছাড়াও বিবিপিএল এবার বেশ কিছু বই বাজারে এনেছে। এম. এ. সিদ্দিকী বাপ্পীর জীবনের বৈতালিক ভ্রমর, সজলকান্তি সরকারের আইলাম্বর ও সিদ্দিকী হারুনের মুল্লুকে চলো, বায়াজিদ গালিবের হৃদয়ের একূল ওকূল ও যে-দেশ দেশ না। বইগুলোর পরিবেশক বিবি ফাউন্ডেশন।