অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের সিংড়া থেকে ১০ টাকা কেজির ১৭১ বস্তা চালসহ আসাদুজ্জামান নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। ১৫এপ্রিল বুধবার দুপুরে উপজেলার সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস থেকে চালগুলো উদ্ধার করা হয়।
পরে গোপনে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ডিলারকে আটক করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। পরে সেখানে মজুদ করে রাখা ১৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। পরে ডিলার আসাদুজ্জামানকে আটক করা হয়। এসব চাল ডিলার আসাদুজ্জামান ১০টাকা কেজি করে বিক্রির জন্য উত্তোলন করেছিলেন। অন্যত্র চালগুলো বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত স্কুলের ছাত্রাবাসে রাখা হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার বানু জানান, চাল মজুদের বিষয়ে খাদ্য অধিদপ্তর আমাকে কিছু জানায়নি। এবিষয়ে আমি ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।