1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
১১ বছরে বর্তমানকণ্ঠ-
১১ বছর পদার্পণ উপলক্ষে বর্তমানকণ্ঠ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা....

সিভিলিয়ান ফোর্স নিয়ে প্রবাসী ফয়সল’র স্বপ্ন বহুদুর

বর্তমানকন্ঠ ডটকম ।
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১

মোঃ এহ্সানুল হক ফয়সল, একজন সৌদী আরব প্রবাসী। ১৯৯০ সা‌লে লক্ষ্মীপুর সদর উপ‌জেলার হাসনাবাদ গ্রা‌মে জন্মগ্রহণ ক‌রেন তিনি। ছাত্রজীবন শেষে ২০১৪ সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদী আরবে। ‌ছোট বেলা থে‌কে তি‌নি বি‌ভিন্ন উন্নয়নমূলক কা‌জের সা‌থে নি‌জে‌কে ব্যস্ত রাখ‌তেন। তারই ধারাবা‌হিকতায় প্রবাসেও থেমে থা‌কে‌নি তার কাজ। গ‌ড়ে তো‌লেন প্রবাসী‌দের নি‌য়ে ‘প্রজন্ম ফাউ‌ন্ডেশন’ না‌মে এক‌টি সেচ্ছাসেবী সংগঠন। তার আহ্বানে বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে থাকা প্রবাসীরা এ সংগঠ‌নের সা‌থে যুক্ত হ‌য়ে, দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লে উন্নয়নমূলক কাজ ক‌রে যা‌চ্ছে।

এ ছাড়াও মোঃ এহ্সানুল হক ফয়সল ২০২০ সা‌লে থে‌কে দে‌শের স্বনামধন্য সাইবার টিম ‘বাংলা‌দেশ সি‌ভি‌লিয়ান ফোর্স’ এর কো-ফাউন্ডার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছেন। এ সংগঠন‌টি ভার্চুয়াল জগতে হ্যা‌রেজ‌মেন্ট এর শিকার ব্য‌ক্তি‌দের উদ্ধার, হ্যাক হওয়া ফেসবুক পেজ ও আই‌ডি রিকভারি, দেশদ্রোহী পেজ, গ্রুপ দমন সহ ব‌হি‌র্বি‌শ্বের হাত থে‌কে দে‌শের সাইবার‌কে সুরক্ষায় কাজ ক‌রে থা‌কে। খুব সল্প সময়ে সংগঠন‌টি মানু‌ষের কা‌ছে বিশ্বাস ও আস্থার এক‌টি জায়গা গড়ে তো‌লে। এ ছাড়াও সংগঠন‌টি দে‌শের বি‌ভিন্ন জায়গায় অসহায়, হতদ‌রি‌দ্রের সহ‌যো‌গিতা, বৃক্ষ‌রোপন কর্মসূচী সহ বি‌ভিন্ন উন্নয়নমূলক কাজ ক‌রে যা‌চ্ছে।

এর পাশাপা‌শি ফয়সল ইউটিউবার ও ফেসবু‌কার হি‌সে‌বে গ‌ড়ে তো‌লেন বড় এক‌টি প্ল্যাটফর্ম। একজন ‌প্রবাসী ভি‌ডিও কনটেন্ট ক্রি‌য়েটর হি‌সে‌বে গত ৩ বছ‌রে তার সফলতা অতুলনীয়।

ফয়সল জানান, ভার্চুয়াল জগ‌তের পাশাপা‌শি আমরা রি‌য়েল লাইফেও বি‌ভিন্ন কার্যক্রম নেওয়ার প্রস্তু‌তি নি‌চ্ছি। ‘বাংলা‌দেশ সি‌ভি‌লিয়ান ফোর্স’ এর নতুন সেক্টর হি‌সে‌বে আমরা খুব শীঘ্রই ‘বাংলা‌দেশ সি‌ভি‌লিয়ান উইংস’ না‌মে নতুন একটি কার্যক্রম শুরু কর‌তে যা‌চ্ছি। এর মাধ্য‌মে আমরা ৬৪ জেলায় ধারাবা‌হিক ভা‌বে প্র‌তি‌নি‌ধি টিম নি‌যো‌গের মাধ্য‌মে আমা‌দের কার্যক্রম আরো স‌ক্রিয় কর‌বো। এ প্র‌তি‌নি‌ধি টি‌মের মাধ্য‌মে আমরা সামা‌জিক হ্যারেজমেন্টের শিকার হওয়া প্র‌তি‌জন ভিকটিমের পা‌শে দাঁড়া‌নো সহ, সমা‌জের অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হ‌বে।




এই পাতার আরো খবর

















Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By

Privacy Policy

Theme Customized BY WooHostBD