শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৬০ বস্তা চালসহ দুই পিকআপ চালক আটক

বর্তমানকণ্ঠ ডটকম / ৮ পাঠক
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৮

সুনামগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম, সোমবার, ০৫ ফেব্রুয়ারী ২০১৮: সুনামগঞ্জের দোয়ারাবাজারের সদর ইউনিয়নের ছাতক দোয়ারাবাজার সড়কের ডিগ্রি কলেজের সামনে থেকে সরকারি খাদ্যগুদামের ৬০ বস্তা চালসহ দুই পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. রিপন মিয়া ও মো শাহেদ আলী।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বেলা দেড়টায় দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদাম থেকে দুই পিকআপ ভ্যানে করে ৬০ বস্তা চাল নিয়ে ছাতক উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। খাদ্যগুদাম থেকে চাল পাচার হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার সড়কের ডিগ্রি কলেজের সামনে থেকে সরকারি খাদ্যগুদামের ৬০ বস্তা চালসহ দুই পিকআপ চালককে আটক করে পুলিশ। পরে ৬০ বস্তা চালসহ দুই চালককে দোয়ারাবাজার থানায় নিয়ে যাওয়া হয়।

দোয়ারাবাজার থানার এ এসআই ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার খাদ্যগুদাম থেকে ৬০ বস্তা চাল পাচার করা হচ্ছে এই সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যান দুটি জব্দ করি। পিকআপ ভ্যানের চালক দুইজনকে আটক করা হয়। তবে কার জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো জানা যায়নি। চালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ