বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

সৌদিতে অনলাইন বর্ণ টিভির যাত্রা শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ১৫ পাঠক
রবিবার, ১ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনলাইন চ্যানেল বর্ণ টিভির শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে৷কোটি মানুষের প্রাণের আওয়াজ এই স্লোগানকে ধারণ করে সৌদি আরবের রিয়াদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বর্ণ টিভির শুভ উদ্বোধন করা হয় ৷ গতকাল স্থানীয় আল ফাখামা কমিউনিটি সেন্টারকে সাজানো হয় ব্যানার, ফেস্টুন, লাল সবুজ বর্ণ মালা ও বর্ণ টিভির রঙে৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত থেকে কেক কেটে শুভ উদ্বোধন ও লগো উন্মোচন করেন কটন হাউজের জেনারেল ম্যানেজার মোঃ শাহিন সাদিকীন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমেদ চান, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বিওডি’র ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আব্দুল্লাহ আল-মামুন, রাজনীতিবিদ গাজী সাঈদ, সমাজ সেবক শরিফুল আলম, ব্যবসায়ী মোঃ কবির হোসেন, অলাইয়া কম্পিউটার মার্কেট ফুটবল টিমের ম্যানেজার আবিদুর রহমান রোকন, সমাজ সেবক মোঃ বেলাল হোসেন৷

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন বাংলা ক্রিকেট টিমের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলাম, সমাজ সেবক কাজী বাতেন, মোঃ বকুল, আব্দুস সালাম কিরণ, কলতান সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মমতাজ উল আলম তাজ, প্রতিষ্ঠাতা মোঃ জামসেদ রাণা, প্রতিষ্ঠাতা মঞ্জুর আল ইসলাম, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সম্বনয়ক ও উৎসব টেলিফিল্মের পরিচালক সারোয়ার সাহান সিদ্দিকী, ফয়সাল সিসি টিভির সত্বাধিকারী মোঃ ফয়সাল মিয়া৷

এসময় চ্যানেলটির আগামী দিনের অগ্রগতি নিয়ে অনুভূতি ব্যক্ত করেন, প্রবাস বাংলা ফুটবল ক্লাবের ম্যানেজার ও মুন্সিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম৷

বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম ও রিয়াজ মাহমুদ, শেখ ওয়াজেত, শেখ বাদল, মোঃ জাহিদ প্রমূখ৷
তারা বলেন, নিরপেক্ষ সংবাদ পৌছে দিয়ে কোটি মানুষের মনে জায়গা করে নিয়ে বর্ণ টিভি তিল তিল করে একদিন স্যাটেলাইট চ্যানেলে রুপান্তরিত হবে৷

অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় বিশেষ আকর্ষণ ছিল বাউল মালী দেওয়ান ও তার দল৷ গান পরিবেশন করেন, জনপ্রিয় শিল্পী আপন, মামীতা, নাশরা কিরণ৷ মন মাতানো নৃৃৃত্য দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন, ওয়াফা, মারওয়া, আরওয়া ও তন্নী৷

জমকালো এই উৎসব মুখর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেলটির সত্বাধিকারী ফকির আল-আমিন৷ তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে বর্ণ টিভি কাজ করবে, অসহায়, নিপীড়িত মানুষের কথা বলবে, বিশেষ করে বাংলাদেশ স্পোর্টস ও রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকবে বর্ণ টিভি৷ তিনি আরো বলেন সকলের সহযোগিতা পেলে বর্ণ টিভিকে একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট টিভিতে পরিনত করা সম্ভব হবে৷

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনটিভির রিয়াদ প্রতিনিধি ও সাংবাদিক ফেরামের প্রচারর সমপাদক জুয়েল ফকির৷ এর পর পর সকল শিল্পীদের অংশ গ্রহনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়৷ ভাষার মাসে বর্ণ টিভির শুভ লগ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই চির চেনা গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানটি পরিবেশন করা হয়৷

বর্ণ টিভির এই আয়োজনে গর্বিত স্পন্সর হিসেবে ছিলেন রিয়াদে ঢাকা মেডিকেল সেন্টার, বাংলাদেশি ব্রান্ড কটন হাউজ লিমিটেড, প্রবাসী সেবা কেন্দ্র, ফ্রেন্ডী ভারজিন মোবাইল, ফয়সাল সিসি টিভি ও নাহার রেস্টুরেন্ট৷

অনুষ্ঠানে লাল সবুজের পাঞ্জাবী পরিধান করে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ মাকবুল হোসেন রুবেল, জাকির আহমেদ, সানাউল্লাহ আপন তাজ, মোঃ রুহুল আমিন রাহুল, ফকির মোস্তাকিম, মোঃ মোবারক হোসেন, মোঃ জুলহাস, মোঃ শরিফ উদ্দিন, মোঃ এনামুল হক প্রমূখ৷ পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাহিদা আক্তার সিফা ও মোঃ হানিফ মাহমুদ৷

রাতভর নাচে গানে আনন্দঘন পরিবেশে প্রবাসীদের মাতিয়ে রাখেন শিল্পীরা৷ এ জমকালো আয়োজনে পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন ও প্রবাসীরা৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ