নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে একুশে মার্চ রাতে এস্তেরাহ মারোয়ার হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি নুরুল আনোয়ার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন, প্রধান পৃষ্ঠপোষক মোতাহার হোসেন লিটন, পৃষ্ঠপোষক আবদুল কুদ্দুস, জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।
বক্তব্য রাখেন, ফোরামের অন্যতম সদস্য ব্যবসায়ী আবদুল হালিম, সহ সভাপতি জহির উদ্দিন মনির, সহ সভাপতি আবদুল্লাহ ফারুক, সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ নয়ন প্রমুখ।
উপস্থিত ছিলেন, ফোরামের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুল বাতেন, সহ অর্থ সম্পাদক আবদুল আউয়াল আলমগীর, সহ সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আপছার রাসেল, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলুল হক মল্লিক, ফোরামের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মান্নান, মোঃ বেলাল হোসেন, আবদুর রহমান, জাকির হোসেন, বাদল সহ ফোরামের সদস্য শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ফোরামের সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী শাহিন, পাকিস্থানী নাগরিক খালিদের আত্মার মাগফিরাত ও আহত ফোরামের উপদেষ্টা খুরশিদ আলম তপনের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।
প্রধান অতিথি সহ বক্তাগন ফোরামের কর্মকান্ড তুলে ধরে, ফোরামের সফলতা কামনা করেন।
আলোচনায়, ফোরামের আজীবন সদস্য মোঃ সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।