আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে প্রধান আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ফরিদ ও সালাউদ্দিন দুজন বন্ধু ছিল। সালাউদ্দিন দুই বিয়ে করায় সে মাঝে মধ্যে তার দ্বিতীয় স্ত্রীর সাথে চট্টগ্রামে থাকতো। এই সময়টাতে ফরিদ তার প্রথম স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়াতো বলে সে সন্দেহ করে। তাছাড়া ঘটনার দিন রাতে ফরিদ উদ্দিনের মানিব্যাগে সে ১০ হাজার টাকা দেখতে পায়। এই টাকার লোভে ও সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তার সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। এবং বটি দা দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদ উদ্দিন কে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের কে আটক করা হলে তাারা পুলিশের নিকট হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ ইসলামসহ চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
তারিখ: 18-04-2022