চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী বলেছেন, বাঙ্গালীর রক্তে কেনা কষ্টার্জিত স্বাধীনতার আজ সুবর্ণজয়ন্তী। আজকের ছাত্র ও যুব সমাজের দায়িত্ব এ স্বাধীনতা ধরে রাখা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে নিপিরিত মানুষের নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। এটা বাঙ্গালী জাতির গর্বের, তাই স্বাধীনতা এবং বঙ্গবন্ধু একই সুতোয় গাঁথা।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার বাবুরহাট এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব বাবুরহাট আয়োজিত ডে নাইট মিনি ক্রিকেট ট‚র্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বাবুরহাট উ”চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী ১৪নং ওয়ার্ড ওয়ামী লীগের আহŸায়ক শাহআলম মজুমদার নান্নু, যুগ্ম আহŸায়ক মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মনির গাজী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন জিলানী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন খান, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, ৩নং কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহবুদ্দিন গাজী, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফারুক মজুমদার, আয়োজক রুবেল খান, ইকবাল, মাসুদ, মোবারকসহ অন্যান্যরা উপস্থিত ছিলো।