নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, চট্রগ্রাম : মানবসেবামুলক সংগঠন “হাসি” এর উদ্যোগে চট্রগ্রাম নগরীর ১৯নং ওয়ার্ডে দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।
ইসমাইল আজাদের সভাপতিত্বে ও মো: মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরু সওদাগর, চট্টগ্রাম কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আব্দুল মান্নান, চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিম, সাবেক ছাত্রনেতা শফিউল আজম বাহার, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: সাহনেওয়াজ, মো: শাহজাহান প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য “হাসি” ও “হাসি”র প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোসলেহ উদ্দিন মুন্নার জন্য সবার কাছে দোয়া চেয়ে অসহায়দের সেবায় মুন্নাকে অনুসরন করার আহবান জানান । পাশাপাশি সুন্দর ও স্বনির্ভর দেশ গড়াতে সকলকে আরো সচেতন হবার আহবান জানান ।