বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

৩শ’ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২৯ডিসেম্বর ২০১৭: সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়’ এক সপ্তাহের ব্যবধানে ৩০০ কোটির ঘরে পৌঁছে গেছে। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায়।
এর আগে, মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজেদের অভিনীত ছবিগুলোর যাবতীয় রেকর্ড ভেঙে দেন বলিউডের এই তারকা জুটি।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে ছবিটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েলের প্রথম সিনেমাটি মুক্তির দিনে আয় করেছিল ৩২.৯৩ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ