বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

৫ম শ্রেণির তিন ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রোববার, ১৪ জানুয়ারী ২০১৮: স্কুল ছুটির পর প্রথম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে যায় পঞ্চম শ্রেণির তিন ছাত্র। এরপর সেই ছাত্রীকে গণধর্ষণ করে সেই তিন ছাত্র। স্কুল চত্বরের মধ্যেই ধর্ষণ করা হয় তাকে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরে।
ছাত্রীর পরিবারের দাবি, মেয়ের চিৎকার শুনে পথচারীরা ছুটে আসেন। সে সময়ে অভিযুক্তরা পালিয়ে যায়। নিগৃহীতা ছাত্রীর বাবার দাবি, এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে প্রথমে স্কুলের প্রধান শিক্ষক তা নিতেই চাননি।
গাফিলতি এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের দুই সাময়িক সময়ের শিক্ষকের বিরুদ্ধেও। বিষয়টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে শিক্ষা অধিদফতর। গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় দুই সাময়িক সময়ের শিক্ষককে।
উত্তর প্রদেশ রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকারী অজিত কুমার বলেন, “ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুই সাময়িক সময়ের শিক্ষক-সহ সাত জনকে সাসপেন্ড করা হয়েছে।” তবে এখনও অভিযুক্ত ছাত্রদের নাগাল পায়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ