অবশেষে সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর যুক্তরাষ্ট্রের শিকাগো ও লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি শহর থেকে ন্যাশনাল গার্ডের সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (৩১ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ে দেশের ভেতরে সেনাবাহিনী ব্যবহারের ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার পর ট্রাম্প এই পদক্ষেপ নিতে বাধ্য হলেন। এর আগে লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে সেনাদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের করা আইনি আবেদন আদালত খারিজ করে দেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “যখন অপরাধ বাড়তে শুরু করবে, আমরা আবার ফিরে আসব; সম্ভবত আরও শক্তিশালী এবং ভিন্নভাবে।” ট্রাম্পের এই ঘোষণায় পোর্টল্যান্ড ও অরেগনের নাম থাকলেও ওয়াশিংটন ডিসি সম্পর্কে কোনো স্পষ্ট মন্তব্য করা হয়নি। সেখানে এখনো সেনাদের টহল অব্যাহত রয়েছে।
সাধারণত ন্যাশনাল গার্ডের সদস্যরা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকলেও, ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরগুলোতে ট্রাম্প নিজেই সরাসরি সেনা মোতায়েন করেছিলেন। তাঁর দাবি ছিল, ক্রমবর্ধমান অপরাধ ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এই পদক্ষেপ জরুরি। তবে সমালোচকরা এই পদক্ষেপকে ‘স্বৈরাচারী’ এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।
শিকাগো ও পোর্টল্যান্ডে কয়েকশ সেনা মোতায়েন করা হলেও আইনি জটিলতার কারণে তারা সরাসরি সড়কে টহল দিতে পারেনি। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে ট্রাম্পকে পিছু হটতে হলো।
সূত্র: বিবিসি







