শিরোনাম:
এবার ইসরায়েলে ব্যালিস্টিক হামলা চালাল ইরান

এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই হামলা চালানো হয়েছে। আইডিএফের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
ইতোমধ্যেই জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের তীব্রতা অনুভব করেছে স্থানীয় বাসিন্দারা।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় বাসিন্দাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের না ফিরতে বলা হয়েছে।
এদিকে, ইরানের গণমাধ্যমেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর খবর জানানো হয়েছে।
ইসরায়েলী গণমাধ্যমগুলো বলছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর