শিরোনাম:
কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করব না: খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘ইরান যেমন আরোপিত যুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে, তেমনি আরোপিত শান্তির বিরুদ্ধেও অবিচল থাকবে।’ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে খামেনি বলেন, যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানেন, তারা জানেন যে, হুমকি ধমকি ইরানিদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকানদের জানা উচিত – যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ অনিবার্যভাবে অপূরণীয় পরিণতি ডেকে আনবে। সূত্র: আল জাজিরা
এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর