শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭ ‘বিমান দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু’ পরিচয় শনাক্ত না হলে ডিএনএ পরীক্ষার পর মৃতদেহ হস্তান্তর: প্রেস উইং বিমান বিধ্বস্ত : মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ক্ষয়ক্ষতি এড়াতে সর্বাত্মক চেষ্টা করেন বৈমানিক তৌকির: আইএসপিআর উত্তরায় বিমান বিধ্বস্তে নি*হ*ত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম / ৯১ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২০ জুন, ২০২৫

বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই মন্তব্য করেছে সৌদির সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা চালায় তারা।

এ বিষয়ে সৌদির আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনার মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হামলায়। তবে, স্থাপনাটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনো ধরনের পারমাণবিক উপাদান ছিল না। এ জন্য বিকিরণের কোনো ঝুঁকি নেই।

এর আগে, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভে অবস্থিত ফোরদো প্ল্যান্টেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লেগান দিতে থাকেন। এছাড়া তাদের নেতাদের সমর্থন দিয়েও স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ ইরানিরা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর