সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ রোহিঙ্গা সমস্যার উৎপত্তি ও সমাধান মিয়ানমারে: প্রধান উপদেষ্টা দেশ সংস্কার কোনো নির্দিষ্ট দায়িত্ব নয়, এটা প্রকৃতির মতোই চলবে : ড. আব্দুল মঈন খান ডা. নারায়ণ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড বারনামাকে ড. ইউনূস জনগণ কী চায়, সেটাই বাস্তবায়নের চেষ্টা করি নির্বাচনে অংশ নেব না, সংস্কারই অগ্রাধিকার: ড. ইউনূস অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপেদষ্টা

পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম / ১৭৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২০ জুন, ২০২৫

বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই মন্তব্য করেছে সৌদির সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা চালায় তারা।

এ বিষয়ে সৌদির আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনার মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হামলায়। তবে, স্থাপনাটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনো ধরনের পারমাণবিক উপাদান ছিল না। এ জন্য বিকিরণের কোনো ঝুঁকি নেই।

এর আগে, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভে অবস্থিত ফোরদো প্ল্যান্টেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লেগান দিতে থাকেন। এছাড়া তাদের নেতাদের সমর্থন দিয়েও স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ ইরানিরা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর