সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক দলে সংকট, সমঝোতার চেষ্টায় সরকার বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

বাচ্চাদের মতো মারামারি করছিল ইরান-ইসরায়েল: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৬৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৫ জুন, ২০২৫

জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে যুদ্ধ শেষ করার সঙ্গে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্তের মতো যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান এই কাজ করার পেছনে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু তেমন কিছু অর্জন করতে পারেনি। এখন আমরা তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি।

‘‘কিন্তু আমরা যদি সেই হামলায় সফল না হতাম? ওই হামলাই যুদ্ধের অবসান ঘটিয়েছে। ওই হামলাই যুদ্ধ শেষ করেছে। আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু মূলত ওই হামলাই যুদ্ধ শেষ করেছে।’’

তিনি বলেন, ইরানের ক্ষেত্রেও তাই হয়েছে। এই হামলাই যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে। আমরা যদি সেটা শেষ না করতাম, তাহলে এখনও যুদ্ধ চলত।

সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরায়েলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি।

‘‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’’

মঙ্গলবার ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ তো বলতেই হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর