বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনের স্থগিত দুই কেন্দ্রের পুনঃভোট গ্রহন ৭ ফ্রেরুয়ারী

মো. হুমায়ুন কবির / ৩১ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের গৌরীপুরে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত সিধলা ইউপি নির্বাচনে স্থগিত বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহালাকান্দা এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে পুনঃভোটগ্রহন ৭ ফেব্রুয়ারী। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ গণ বিজ্ঞপ্তি জারী করেছেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত দুটি ভোট কেন্দ্রে চেয়ারম্যান, ২নং ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য এবং ৬নং ও ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৭ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহনের দিন হামলা ও সংঘর্ষের ঘটনায় উল্লেখিত দুটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল।

এ ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিন বারের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন (নৌকা), শেখ শামছ উদ্দিন (চশমা), আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান (মটর সাইকেল), একদিল হোসেন তালুকদারের (আনারস), মোঃ নজরুল ইসলাম (অটোরিকশা), মোঃ শফিকুল ইসলাম (টেবিল ফ্যান), আবু হানিফঘোড়া), মোঃ আব্দুস সালাম (লাঙ্গল), মোঃ আতাউর রহমান (হাত পাখা), মোঃ ইকবাল হোসেন তালুকদার (ঢোল) ও মোঃ শাহজাহান কবীর (সিংহ)।

সংরক্ষিত সদস্য আসন ২নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন তিনজন। তাঁরা হলেন- আলেয়া খাতুন (তালগাছ), মোছাঃ নাসরিন (মাইক) ও মোছাঃ মাজেদা খাতুন (হেলিকপ্টার)।সংরক্ষিত সদস্য আসন ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন ছয়জন।

তাঁরা হলেন- নার্গিস বেগম (মাইক), কোহিনুর বেগম (সূর্যমূখী ফুল), জোসনা আক্তার (হেলিকপ্টার), নাজমা আক্তার (তালগাছ), রেহেনা বেগম (বই) ও হোসনে আরা (কলম)।সাধারণ সদস্য আসন ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন- আব্দুল কাদির (তালা), কামাল উদ্দিন (টিউবওয়েল), রফিকুল ইসলাম (মোরগ) ও সাইদুল ইসলাম (ফুটবল)। সাধারণ সদস্য আসন ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধীতা করছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন- আব্দুল করিম (তালা), আব্দুল সোবহান (ফুটবল), আবুল হাসিম (আপেল), খোরশেদ (ঘুড়ি), মোবারক হোসেন (বৈদ্যুতিক পাখা), রাহ হোসেন (ভ্যানগাড়ি), রহুল আমিন নজরুল (টিউবওয়েল) ও মোঃ লোকমান (মোরগ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *