শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

ইভিএম ও ব্যালট দুটির মাধ্যমেই আগামী সংসদ নির্বাচন হবে- ইসি আনিসুর রহমান

এ কে আজাদ, চীপ রিপোর্টার। / ৬০ পাঠক
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনার আনিসুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বলেন, ইভিএম ও ব্যালট দুটির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা হবে আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে। তিনি আজ রোববার দুপুরে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় তার শ্বশুর বাড়িতে শশুর বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর স্মরণে ব্যক্তি উদ্যোগে দুস্থ অসহায় পরিবার ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের জানান । এ সময় তার সাথে ছিলেন তার সহধর্মিনি সালমা রুপালীসহ অন্যানারা।
তিনি আরও বলেন, আমরা বর্তমান কমিশন আমরা সব ধরেনের প্রস্ততি গ্রহণ করেছি। আমরা চাই এবং আসাবাদি সব দলের অংশ গ্রহণে একটি সুস্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে প্রধান দুটিদল বা দুই পক্ষ মাঠে না থাকলে নির্বাচন ভাল হবেনা। এ জন্য আমরা প্রথম থেকে আহ্বান করে আসছি,এখনো আহ্বান করবো সকলেই যেন এই নির্বাচনে অংশ নেয়। কারণ নির্বাচনে অংশগ্রহন করা তাদের দায়িত্ব। যদি দুই পক্ষ সমানে সমানে না হয়,আমরা মাঠ যতই লেবেল প্লেইন করি,তারপরও যদি পক্ষ না থাকে লেবেল প্লেইন থাকবেনা। এ জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করি যাতে করে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষময় অংশগ্রহণ মুলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই যেন এই নির্বাচনে অংশ নেন। তবে আমরা আসা করছিলাম এই নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম এ নির্বাচন করবো । এই সিদ্ধান্তে ছিলাম। ২০১৮ সালে আগের কমিশন দেড় লক্ষ ইভিএম মেশিন ক্রয় করেছিলো। এসব মেশিনের অনেকটাই অকেজ বা ব্যবহার অনুপযোগি। তার উপর নির্ভর করে আমরা কতটা ইভিএম এ নির্বাচন করবো। তাছাড়া গত চার বছরে স্থানীয় সরকারের অধিনে বিভিন্ন নির্বাচন হয়েছে । এজন্য সেগুলো নস্ট হয়ে গেছে। আমরা এগুলো যাচাই করে দেখছি বা কিউসি করছি কোয়ালিটি কন্ট্রোল করছি।এটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এ জন্য আমরা একটা প্রকল্প দিয়েছি। বৈশ্বিক বা বাংলাদেশের আর্থিক কারণে সেই প্রকল্প স্থগিত রয়েছে। এ জন্য আগামী নির্বাচন ইভিএম ও ব্যালট দুটির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৯.১. ২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *