শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

একজনের করোনা শনাক্তে পুরো নিউজিল্যান্ডে লকডাউন

বর্তমানকন্ঠ ডটকম । / ২৬ পাঠক
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর মঙ্গলবার রাত থেকে নিউজিল্যান্ড জুড়ে লকডাউন শুরু হতে যাচ্ছে।

পুরো দেশব্যাপী সতর্কতা লেভেল-৪ ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ মাত্রার এই লকডাউন পরবর্তি তিনদিন চলবে এবং অকল্যান্ড এবং করোম্যানডেল সিটিতে চার থেকে সাতদিন পর্যন্ত বহাল থাকবে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্যা গার্ডিয়ান মঙ্গলবার (১৭ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে।

মহামারি করোনা ঠেকাতে গত এক বছরের বেশি সময়কালে নিউজিল্যান্ড চার মাত্রার এমন লকডাউন দেয়া হয়েছিল না। ধারণা করা হচ্ছে নতুন আক্রান্ত ব্যক্তি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন যা কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে যেতে পারে।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘ডেল্টাকে গেম চেঞ্জার বলা হয়েছে এবং এটি আসলেই তাই। এর অর্থ হলো এর বিস্তার বন্ধ করতে হলে আমাদের আবারও কঠোর ও দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি অন্য অঞ্চলে কী হয়েছে। এটাই আমাদের একমাত্র সুযোগ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *