বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

কাঠালিয়ায় প্রধান শিক্ষককে তিন অভিভাবকের আইনি নোটিশ

মোঃ মোছাদ্দেক হাওলাদার / ৩২ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

অবৈধ ভাবে সভা আহবান, বেআইনি ভাবে ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী ও দাতা সদস্য করার অভিযোগ এনে কাঠালিয়ার আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন ম্যানেজিং কমিটির তিন অভিভাবক সদস্য। সোমবার (২৪ জানুয়ারী) আইনজীবীর মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।

একই নোটিশের অনুলিপি বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, ঝালকাঠির জেলা প্রশাসক, ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আওরাবুনিয়া মডেল হাই স্কুল ম্যনেজিং কমিটির সভাপতির বরাবর রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।

আগামী (৭) সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সঠিক জবাব না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন নোটিশ দাতাদের আইনজীবী মানিক আশ্চার্য। নোটিশ দাতারা বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির অভিবাক সদস্য শফিকুল ইসলাম লিটন, জাকির হোসেন ও সুখী রায়হান।

আইনজীবী মানিক আশ্চার্য বলেন, ‘ম্যনেজিং কমিটির প্রবিধান মালা ২০০৯ এর ৩৩ এর (৪)ও(৫) ধারার তোয়াক্কা না করে সভা আহবান করা হয়েছে। সভার আলোচ্য বিষয় পূর্বে উল্লেখ না করে ও প্রধান শিক্ষক নিজ অনুগত শিক্ষক সদস্যদের চাপ সৃষ্টিকরে বেআইনি ভাবে শিক্ষানুরাগী সদস্য দেখিয়ে কমিটি গঠনের চেস্টা করা হয়েছে।

এছাড়াও বোর্ড থেকে প্রাপ্ত ম্যনেজিং কমিটির প্রজ্ঞাপনের মধ্যে প্রধান শিক্ষক তার নিজ হাতে শিক্ষানুরাগী সদস্যর নাম লিপিবদ্ধ করেছেন যা সম্পূর্ন অইনত দন্ডনীয় অপরাধ।’ নেটিশে প্রধান শিক্ষককে নিয়ম অনুযায়ী পূনরায় সভা আহবান করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *