বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

গোসল করতে নেমে মেঘনা নদীতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

এ কে আজাদ, চীপ রিপোর্টার। / ৫০ পাঠক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

 

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে মেঘনা নদীতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকার কসাইঘাট মানক স্থানের মেঘনা নদীতে ডুবে তাদের করুন মৃত্যু হয়।

নিহতরা হলেন, ফীত আলীম (১৭) ও মো. আব্দুল্লাহ গাজী (১৭)। তারা দুইজন শহরের একটি মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়াশোনা করতো।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী লঞ্চঘাটের পূর্বপাশে মেঘনা নদীতে গোসল করতে নামে । তারা দীর্ঘক্ষণ ধরে নদীতে গোসল করছিল । গোসল করার এক পর্যায়ে  এদের মধ্যে সাতার না জানা দুই শিক্ষার্থী নদীতে তলিয়ে যায় ।  পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় চাঁদপুর নৌ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তারিখ : ১৩-১০-২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *