বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

চাঁদপুর নৌ থানায় ঢুকে পুলিশের উপর হামলা, ৩ জনকে আটক করেছে পুলিশ

এ কে আজাদ, চীপ রিপোর্টার। / ৫০ পাঠক
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

চাঁদপুরে নৌ থানায় ঢুকে পুলিশ উপর হামলা, আটক ৩চাঁদপুরে নৌ থানায় প্রবেশ করে পুলিশের উপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করেছে । বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করে।

আটককৃতরা হলেন, পলাশ হোসেন (৩২),তাজমির মোল্লা (২৮) ও রাব্বি পাটোয়ারী (৩০)। আটকের সময় আল আমিন নামের অপর যুবক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৬ টার দিকে একটি ড্রেজারের ম্যানেজার স্বপন ফরাজী (৩২) দৌড়ে প্রাণ বাঁচাতে চাঁদপুর নৌ থানার ডিউটি অফিসারের কক্ষে এসে আশ্রয় নেয়। এ সময় শহরের কোড়ালিয়া রোডের পলাশ হোসেন, তাজমির মোল্লা, রাব্বি পাটোয়ারী ও আল আমিনসহ আরো কয়েক জন দেশীয় অস্ত্র নিয়ে নৌ থানায় প্রবেশ করে স্বপন ফরাজীকে মার ধর করার চেষ্টা করে। ডিউটি অফিসারের কক্ষের সামনে দায়িত্ব পালনরত কনস্টেবল ইউনুছ আলী বাঁধা দিলে তাকে মারধর করে আহত করে।

পুলিশ সদস্য ইউনুছ আলীর ডাক চিৎকারে নৌ থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম, এ এস আই আলী আকবর বাবুল, রিপন প্রধান, কস্টেবল শরীফ উল্যাহ, অফিসার ইনচার্জের সহকারি রাকিবসহ নৌ থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে ছুটে আসেন। পরে মামলার অভিযুক্তরা একপর্যায়ে অফিসার ইনচার্জের সহকারি রাকিবকে কিল ঘুষি মেরে ঠোঁট ফাটিয়ে দেয়। এ ঘটনায় রাতেই এএস আই আলী আকবর বাবুল বাদী হয়ে পেনাল কোড ৩৪ ধারায় মামলা করেন।

চাঁদপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) আব্দুর র‌শিদ ব‌লেন, চাঁদপুর নৌ থানায় পুলিশের উপর হামলার ঘটনায় চাঁদপুর ম‌ডেল থানায় ৭ জ‌নের নাম উ‌ল্ল্যেখ ক‌রে মামলা করা হ‌য়ে‌ছে। এ ঘটনার সাথে জ‌ড়িত ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে বা‌কিরা পলাতক র‌য়ে‌ছে বাকী আসামীদেরও ধরার চেষ্টা চলছে।

নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, হামলা কারিরা পরিকল্পনা অনুযায়ী হামলা করেছে। আটক পলাশ বছর কয়েক আগে লঞ্চ ঘাটে স্বর্ণ চুরির মামলার আসামী ছিল। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন পলাতক ছিল। এখন আবার এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে।

এবিষয়ে চাঁদপু‌রের নৌ পু‌লিশ সুপার মো. কামরুজ্জামান ব‌লেন, নৌ থানায় হামলার বিষ‌য়ে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় জ‌ড়িত ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তারিখ : ০২-০২-২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *