শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কোনো শক্তিই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

তিনি বলেন, ‘নির্বাচনকে যারা প্রতিহত করতে চাইবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফে মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ‘ফ্যাসিস্ট’ এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে যে তাদের মূল নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।’

শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চায়। ‘খুব সুন্দর একটি নির্বাচন দেখতে পাবেন। এটি হবে ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ; যেখানে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রেস সচিব অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছে। বৃহস্পতিবার কয়েকজনকে আটকও করা হয়েছে।

তিনি বলেন, ‘কোনো ধরনের জ্বালাও-পোড়াও বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণিত হয়েছে- কেন দলটি নিষিদ্ধ হয়েছে। ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। কোনো অবস্থাতেই তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কোনো সন্ত্রাসী দল দেশে নির্বাচনে অংশ নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময় বিএনপির ওপর হামলা চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করেছে। তাই তাদের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর