খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে মঙ্গলবার
অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে প্রস্তুতকৃত এয়ার অ্যাম্বুলেন্সটি সরকারি অনুমতি সাপেক্ষে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।
বেবিচক কর্মকর্তার তথ্যমতে, জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ‘এফএআই এভিয়েশন গ্রুপ’ শনিবার (৬ ডিসেম্বর) তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ফ্লাইট শিডিউলের জন্য আবেদন করেছে। আবেদনে আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে উড্ডয়নের কথা উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, প্রয়োজনীয় অনুমোদনের জন্য বেবিচক ইতোমধ্যে আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের প্রক্রিয়ায় কাতার সরকার এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এই বিমানটি ভাড়া করেছে। মূলত, এর আগে ঠিক করা এয়ার অ্যাম্বুলেন্সটি পরিবর্তন করে নতুন এই এয়ার অ্যাম্বুলেন্সটি ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।







