শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

গুলিবিদ্ধ ওসমান হাদী, শাহবাগে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় যাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন। ফলে ওই লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়; তবে অন্যান্য লেন দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব।

দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর