রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক দলে সংকট, সমঝোতার চেষ্টায় সরকার বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ. লীগই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে : ড. আব্দুল মঈন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিতে ক্ষুব্ধ ভোটাররা চান দুর্নীতিমুক্ত প্রার্থী গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের মূল্যায়নে বাংলাদেশের দুই বিমানবন্দর শীর্ষে ‘মানবতাবিরোধী অপরাধ’: ১৫ সেনা কর্মকর্তা ‘হেফাজতে’ ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বর্ণনা দিলেন শহিদুল আলম এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থীরা কে কত ভোট পেলেন?

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৭০ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কায়েম।

ভিপি পদে কোন প্রার্থী কত ভোট পেলেন:
আবদুল ওয়াহেদ-২৭ ভোট- সূর্যসেন হল (ব্যালট নং ১); আব্দুল কাদের- ১১০৩ ভোট- বিজয় একাত্তর হল (ব্যালট নং ২); আরিফুল ইসলাম- ২৩ ভোট- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ব্যালট নং ৩); আল আমিন ইসলাম- ১০ ভোট- সূর্যসেন হল (ব্যালট নং ৪); আসিফ আনোয়ার অন্তিক- ৫ ভোট- হাজী মুহম্মদ মুহসীন হল (ব্যালট নং ৫); উমামা ফাতেমা- ৩৩৮৯ ভোট- কবি সুফিয়া কামাল হল (ব্যালট নং ৬); ছাদেক হোসেন- ৩৯ ভোট- বিজয় একাত্তর হল (ব্যালট নং ৭); জালাল আহমদ (জ্বালাময়ী জালাল)- ৮ ভোট- হাজী মুহম্মদ মুহসীন হল (ব্যালট নং ৮); জাহিদ হাসান- ১৭ ভোট- ফজলুল হক মুসলিম হল (ব্যালট নং ৯); তাহমিনা আক্তার- ২৬ ভোট- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (ব্যালট নং ১০); দ্বীন মোহাম্মদ সোহাগ (আলাদীন)- ৬ ভোট- সূর্যসেন হল (ব্যালট নং ১১); মারজিয়া হোসেন জামিলা- ৩৫ ভোট- কবি সুফিয়া কামাল হল (ব্যালট নং ১২); মাহদী হাসান- ৯ ভোট- ফজলুল হক মুসলিম হল (ব্যালট নং ১৩); মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার)- ১০ ভোট- সলিমুল্লাহ মুসলিম হল (ব্যালট নং ১৪); মো. দেলোয়ার হোসেন- ১২ ভোট- কবি জসীম উদ্দীন হল (ব্যালট নং ১৫); মো. আজগর ব্যাপারী- ৬ ভোট- অমর একুশে হল (ব্যালট নং ১৬); মো. জামাল উদ্দীন (খালিদ)- ৫০৩ ভোট- কবি জসীম উদ্দীন হল (ব্যালট নং ১৭); মো. শাফি রহমান-৬ ভোট- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (ব্যালট নং ১৮); মো.বিনইয়ামীন মোল্লা- ১৩৬ ভোট- স্যার এ এফ রহমান হল (ব্যালট নং ১৯); মো. আতাউর রহমান শিপন- ৫ ভোট- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ব্যালট নং ২০); মো. আবিদুল ইসলাম খান- ৫৭০৮ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ২১); মো. আবু সাদিক (সাদিক কায়েম)- ১৪০৪২ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ২২); মো. আবুল হোসাইন- ৭ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ২৩); মো. ইয়াছিন আরাফাত- ৬২ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ২৪); মো. উজ্জল হোসেন- ৬ ভোট- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (ব্যালট নং ২৫); মো. নাইম হাসান- ২৪ ভোট- বিজয় একাত্তর হল (ব্যালট নং ২৭); মো. নাছিম উদ্দিন- ২ ভোট- অমর একুশে হল (ব্যালট নং ২৮); মো. ফয়সাল আহমেদ- ৪ ভোট- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (ব্যালট নং ২৯); মো. মুদাব্বীর রহমান- ৩ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ৩০); মো. রাসেল মাহমুদ- ৭ ভোট- হাজী মুহম্মদ মুহসীন হল (ব্যালট নং ৩১); মো. সুজন হোসেন- ১ ভোট- হাজী মুহম্মদ মুহসীন হল (ব্যালট নং ৩২); মো. সোহানুর রহমান- ২ ভোট- স্যার এ এফ রহমান হল (ব্যালট নং ৩৩); মো. হাবিবুল্লাহ- ২ ভোট-শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (ব্যালট নং ৩৪); মো. হেলালুর রহমান- ৩ ভোট- স্যার এ এফ রহমান হল (ব্যালট নং ৩৫); মোসা. জান্নাতী বুলবুল- ৬ ভোট- রোকেয়া হল (ব্যালট নং ৩৬); যায়েদ বিন ইকবাল- ৭ ভোট- কবি জসীম উদ্দীন হল (ব্যালট নং ৩৭); রাকিবুল হাসান- ১ ভোট- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (ব্যালট নং ৩৮); রাসেল হক- ১ ভোট- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (ব্যালট নং ৩৯); রাহুল দেব রায়- ২০ ভোট- জগন্নাথ হল (ব্যালট নং ৪০); রিয়াজ উদ্দিন আহমেদ- ৮ ভোট- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (ব্যালট নং ৪১); শামীম হোসেন- ৩৮৮৩ ভোট- বিজয় একাত্তর হল (ব্যালট নং ৪২); শাহ্ জামাল সায়েম-৩ ভোট- কবি জসীম উদ্দীন হল (ব্যালট নং ৪৩); শেখ তাসনিম আফরোজ (ইমি)- ৬৮ ভোট- শামসুন নাহার হল (ব্যালট নং ৪৪); সুমিত সেন- ১৪ ভোট- জগন্নাথ হল (ব্যালট নং ৪৫)।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর