বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

নরসিংদীর বিল থেকে হাদিকে হামলায় ব্যবহৃত অস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত পিস্তলসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিল থেকে একটি খেলনা পিস্তলও উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নরসিংদী তরুয়া এলাকা থেকে মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য ভিত্তিতে তরুয়ার বিলের পানির নীচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব এর ১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল ওসমান বিন হাদিকে গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের শিবপুরে। তিনি নরসিংদীর শাপলা চত্বর এলাকার হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এর আগে মঙ্গলবার রাতেই নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব ১১-এর সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের (শিপু) দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তার বন্ধু মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই বিলে অভিযান চালানো হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ চলছে।

এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর