বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শান্তিরক্ষা মিশনে লেবানন গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট চট্টগ্রাম ত্যাগ করেছেন। বুধবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নৌবাহিনীর ৮৫ সদস্যের দলটি (কন্টিনজেন্ট) বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌসদস্যদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, নৌসদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের (ব্যানকন-১৬) অধীনে লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এ যোগ দেবেন। এরই মধ্যে গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহর নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্যদের অপর একটি দল লেবাননে গেছেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর লেবানন থেকে ব্যানকন-১৫ (ইউনিফিল) এর ১১০ জন নৌসদস্য বাংলাদেশে ফিরে আসবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর