বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শাহবাগ মোড় অবরোধ, হাদি হত্যার বিচার দাবি

ডেস্ক রিপোর্ট | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও।

রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারী হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা তখন রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর